প্রকাশ: ৯ আগস্ট ২০২০, ৩:৫৩
১৫ই আগস্ট ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা'র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদ কামাল, অরুয়াইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কাজী মফিজুল ইসলাম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, যুবলীগ নেতা মোঃ বিলাল হোসেনসহ সরাইল উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান. অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীগণ।