প্রকাশ: ৮ আগস্ট ২০২০, ১:৫
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর ২নং ওয়ার্ডে, লিজা বেগম (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী শামীম বেপারীর বিরুদ্ধে। লিজা হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নির্যাতনের শিকার গৃহবধূ লিজা মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিক এলাকার মোঃ রেকাত আলী খানের ছোট মেয়ে।
গৃহবধূ লিজা ইনিউজ৭১কে জানায়, চার বছর আগে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর ২নং ওয়ার্ডের নাদের বেপারীর ছেলে শামীম বেপারীর সাথে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান হয়ে মারা যায়, এখন সায়রা মনি নামের ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মোটরসাইকেল কেনার জন্য লিজাকে চাপ দিতে থাকে স্বামী শামীম বেপারী। পরে লিজার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলো। সেটি কিছু দিন ভাড়ায় চালিয়ে বিক্রি করে দিয়েছে। এখন আবার ১ লক্ষ টাকার জন্য লিজাকে চাপ দিতে থাকে স্বামী শামীম বেপারী। সেই টাকার জন্য প্রায় প্রতিদিনই নির্যাতন করে শামীম। ৬ আগস্ট বৃহস্পতিবার মধ্য রাতে লিজাকে মেরে ফেলার উদ্দেশ্যে নিজ ঘরে আটকিয়ে মুখের মধ্যে ওড়না ঢুকিয়ে বুকে এবং গলায় পারাতে থাকে আর মাথায় হাত দিয়ে আঘাত করতে থাকে। এতে লিজা জ্ঞাণ হারিয়ে ফেললে পরে জানতে পারে সে হিজলা হাসপাতালে রয়েছে।
নির্যাতনের ঘটনার ব্যাপারে পাষন্ড শামীমের বিরুদ্ধে হিজলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে লিজার পরিবারের পক্ষ থেকে।