প্রকাশ: ৮ আগস্ট ২০২০, ০:৪৭
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়া সরাইলে দুইজন অর্থও সেলাই মেশিন পেল ৬ নারী।বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হবে।
এউপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ আগস্ট শনিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়াল প্লাটর্ফমের মাধ্যমে উদ্বোধন করেন।আজ ৮ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এই সেলাই মেশিন প্রদান করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। সরাইলউপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা প্রিয়াংকা, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা মাইমুনা জাহান, সরাইল সদর চেয়ারম্যন আব্দুলজব্বার ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ নুরুল হুদা,সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ অফিসের কর্মকর্তাও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।