প্রকাশ: ৭ আগস্ট ২০২০, ৩:১০
রাজাপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়ন (৪০) কে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব। নয়ন রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মোতাহের হোসেন খান’র পুত্র। শুক্রবার সকাল ৯টায় কাউখালী উপজেলার রকেট ঘাট থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কাউখালী উপজেলার রকেট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ঘেরাও করে নয়ন নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত নয়নকে কাউখালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।