প্রকাশ: ৬ আগস্ট ২০২০, ২২:৫৫
সাভারে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মরত স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান। এর আগে বুধবার (৫ আগস্ট) গভীর রাতে সাভারের দড়িয়ারপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে।