প্রকাশ: ৪ আগস্ট ২০২০, ২০:৪১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৩০ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১৮ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ১৩৫৬ জন।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।