প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ২২:৪০
আজ বুধবার (২৯ জুলাই) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২৩টি স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংবাদিক সংগঠন যৌথ বিবৃতিতে একই নামে দুই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার দাবি জানিয়েছে।
"আমরা উদ্বেগ প্রকাশ করছি যে, হুবহু নামে পার্শ্ববর্তী জেলায় মাত্র ৪৮ কি.মি. দূরত্বে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের তাগিদে স্থানের নাম বিশেষভাবে উল্লেখ করবে। তখন জাতির জনকের নাম মৌখিকভাবে বিলীন হবে এবং স্থানের নামেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় বিস্তার লাভ করবে। এতে বিশ্ববিদ্যালয়টির নামকরণে বিশেষ কোনো স্বার্থকতাই থাকবে না।
আলোচিত, পিরোজপুরে বিশ্ববিদ্যালয়টি প্রাথমিকভাবে প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় জাতির পিতার নাম সংকটের মত এমন ভুল সংশোধনের সময় ও সুযোগ উভয় আছে। এই মর্মে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি যে, প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির নাম নির্ধারনের ক্ষেত্রে সর্বোপরি সুক্ষ্ণভাবে বিবেচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একক স্বতন্ত্র ও ভিন্ন নামে প্রতিষ্ঠিত হোক।"