প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ২৩:৩৩
পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। উত্তাল পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে তাদের। ঘাট পার হতে সময় লাগছে প্রায় তিনগুণ।ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।
স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার হচ্ছেন। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় পার হতে সময় লাগছে প্রায় দুই থেকে তিনগুণ। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।