পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। উত্তাল পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে তাদের। ঘাট পার হতে সময় লাগছে প্রায় তিনগুণ।ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।
স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার হচ্ছেন। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় পার হতে সময় লাগছে প্রায় দুই থেকে তিনগুণ। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এরইমধ্যে এ রুটে কুসুমকলি নামে আরেকটি ফেরি যুক্ত করা হয়েছে। এই রুটে ১৭টি ফেরির মধ্যে চলাচল করছে মাত্র আটটি ফেরি।মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। দুই থেকে তিনদিন ধরে ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী শতশত ট্রাক।এক ট্রাক চালক জানান, ১৮ ঘণ্টা ধরে এখানে রয়েছি। কখন পার হতে পারবো বলতে পারছি না। মালামাল নিয়ে বিপদে আছি।তবে এ রুটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।