প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১৬:২৫
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামের আএক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল ল্যাব এইড হসপিটালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন। এছাড়া জেলায় ইন্টার্নি চিকিৎসক, ব্যবসায়ী ও শতবর্ষী এক নারীসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর উপজেলার, ৩ জন দুমকির, ২ জন দশমিনার ও ১ জনের বাড়ি বাউফল উপজেলায়। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপিল। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭০ জন।