টাঙ্গাইলের ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিবির সহায়তায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির মেধাবী ২৩ জন ছাত্রীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা প্রকৌশলী আলী আকবর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।