মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয় মাদক ও দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছেন, এরপরেও যদি কোন বিপদ গামী পুলিশ সদস্য এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে না পারে, ভালো হতে না পারে, নিজেকে শুধরে নিতে না পারে,তাকে ভালো করার কঠোর ব্যবস্থা হাতে রয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) বরিশাল পুলিশ লাইন্সে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে বিএমপির সকল বিভাগের শীর্ষ কর্মকর্তা অফিসারবৃন্দের উদ্দেশ্যে এ কথা বলেন কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার।তিনি আরও বলেন, মাদকের জন্য যেমন রিহেবিলিটেশন রয়েছে তেমনি দুর্নীতির জন্যেও রয়েছে। তিনি বলেন, "দিস ইজ দা লাস্ট ট্রিটমেন্ট" । এরপরে আর কাউকে ছাড় দেয়া হবে না।