প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১:১৮
ব্রাহ্মণবাড়িয়ায় সৃজন সাহিত্য সংগঠনের কার্যালয় উদ্বোধন ও ‘দশ দিগন্ত ’কবিতা সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।দুপুরে মেড্ডা জননেতা মাহবুবুল হুদা রোডে সংঘঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের প্রভাষক রাবেয়া জাহান তিন্নি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মেজর (অব:) মোবাশ্বিরুল ইবাদ (মিশু)।
বিশেষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক এ.কে.এম শিবলি,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন সহ বিশিষ্ট জনেরা।দশ দিগন্ত কবিতা সংকলনটি সম্পাদনা করেন সৈয়দ মোনাব্বির আহমেদ তনন ও রিয়াজুল মোরশেদ মোয়াজ।বইটি পিতৃছায়া প্রকাশনী প্রকাশ করে সৃজন সাহিত্য সংঘঠনের ব্যবস্থাপনায়।