প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১:১৪
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি ' এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায়, জাতীয় মৎস্য সপ্তাহ(২১-২৭ জুলাই) উপলক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পংকজ নাথ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা মৎস্য অফিসার অনীল চন্দ্র দাস। আলোচনা সভার শেষে ১২ জন মৎস্য চাষীর মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন সাংসদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।