সরাইলে জমজমাট পশুর হাট

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৬শে জুলাই ২০২০ ০১:৫৩ অপরাহ্ন
সরাইলে জমজমাট পশুর হাট

ব্রাক্ষণবাড়িয়া  সরাইল উপজেলা নাছিরনগর আঞ্চলিক সড়ক ঘেষে বড্ডাপাড়া সরাইল পশুর হাট বাজার।বাজারটি সরাইল এলাকার মানুষের ব্যাপক চাহিদা মেটায় এ বাজারটি।বিশেষ করে সরাইলের নয়টি ইউনিয়নের উপজেলার মধ্যে জমজমাট পশুর হাট এটি।কোরবানীর বাকি আছে আর মাত্র ৬ দিন।তাই আগের তুলনায় পর্যাপ্ত সংখ্যক ক্রেতা বৃদ্ধি পেয়েছে।কিন্তু ক্রেতা বৃদ্ধি পেলেও অতি মুনাফার আশায় গরুর দাম ধরে রাখছেন বিক্রেতারা।

হাটটিতে গরু নিয়ে আসা বিক্রেতারা বলছেন, কৃষকেরা বোরো ধান উৎপাদন করে ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এখন কৃষকরা গরুরও দাম পাচ্ছেন না। অথচ গরু লালন-পালন করতে গিয়ে তাদের অনেক খরচ হচ্ছে।সরেজমিনে দেখা যায়,ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমজমাট বেঁচাকেনায় বেপারীদের মুখেও ফুটেছে হাসি।তবে খামারের গরুর চেয়ে দেশী গরুর চাহিদা একটু বেশী।সংশ্লিষ্টরা জানান,বাজার জমতে শুরু করেছে।

বাজারে যথেষ্ট পশু মজুদ থাকায় দামও সহনীয় থাকবে।পশুর কোন সংকট হবে না।সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন,বাজার মনিটরিং এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নকল টাকা রোধে বাজারে মেশিন ব্যবহার করা হবে। সরকারের স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে ক্রয়- বিক্রিতা বাজারে প্রবেশে,সরাইল থানা পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্বে তৎপর রয়েছে।