প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ৩:৫৩
বরিশাল নগরীর একটি ভবনের ৫টি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল নগরীর বাংলা বাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক এর পাশের গলিতে সারা মহল ভবনে চুরির এ ঘটনা ঘটে।
ওই ভবনে বসবাসকারী বিএমপির তিনজন সার্জেন্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুইজন সহকারী অধ্যাপকের বাসায় দিনের বেলায় দুধর্ষ চুরির এ ঘটনা ঘটে।জানা গেছে, সারা মহল ভবনের চার তলায় বরিশাল মেট্রোপলিটনের সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট ইমন মৃধা ও সার্জেন্ট ইমরান হোসেনের ফ্ল্যাটের দরজা ভেঙে নগদ টাকাসহ মুঠোফোন চুরি করে নিয়ে গেছে চোরচক্র।