প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১৭:১৪
চট্টগ্রামে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কাজ শিগগিরই শুরু হচ্ছে।৬০ বর্গমাইলের চট্টগ্রাম নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে।এর মধ্যে প্রাথমিকভাবে ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে মাটির নিচ দিয়ে নেওয়া হবে বৈদ্যুতিক তার।বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এই প্রকল্পের মধ্যে মাটির নিচ দিয়ে তার নেওয়ার প্রকল্পও একটি।ইতোমধ্যে নগরের কোন কোন এলাকা দিয়ে তার নেওয়া হবে তা চিহ্নিত করতে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।