প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ২:২১
বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে বাঙ্গালী নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৗশলী মো. হুয়ায়ুন কবির।
এখন এই নদীতে ১৬ দশমিক ০১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী যমুনা নদীর পানি ১৭ দশমিক ৭৫ মিটার এবং বাঙ্গালী নদীর ১৫.৯০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানান বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।