ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে জুলাই ২০২০ ০১:১০ অপরাহ্ন
ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষির্কী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ”মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে  বৃহস্পতিবার বিকালে কালাইয়া- উপজেলা পরিষদ সংযোগ সড়কে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারন সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, সহ-সভাপতি আসাদুজ্জামান, রাহাত গাজী,  রাহাত খান রাজু,

যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রিফাত আকন, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিজান রানা, ছাত্রলীগ কর্মি হাচান খান, তৌকির, নাইম  সকল ইউনিয়ান সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।