প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ৩:৬
ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদঅর্থওশুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সরাইল উপজেলার পানিশ্বরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারকে (তিন লাখ) টাকা ও ৮০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিঘর গ্রামের ভূমি অফিস প্রাঙ্গনে নগদঅর্থ ও এ খাবার সামগ্রী দেওয়া হয়। নগদঅর্থ ওখাবার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ব্রাক্ষণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রুহুল আমিন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা,
এ সময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাইম মৃর্দা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, ইউপি সদস্য মোঃ সুমন মুন্সী প্রমূখ।এ সময় প্রতিটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারে (তিন লাখ)টাকা ও ৮০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান কার্যক্রম বিতরণ অব্যাহত রয়েছে বলে জানাগেছে।