প্রকাশ: ২২ জুলাই ২০২০, ৫:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে জেলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১০৩৬ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলার নয়টি উপজেলায় ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিতরণ করা হয়। দুপুরে মেড্ডাস্থ জেলা সমাজ সেবা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।
শহর সমাজসেবা প্রকল্পের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কাছে হস্তান্তর করেন।এর মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি ১ কেজি,সেমাই এক প্যাকেট,এবং ১ প্যাকেট সাবান।যার মূল্য ৫ লক্ষ টাকা । এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস,সহকারী কমিশনার ভূমি মো. মশিউজ্জামান,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।