প্রকাশ: ২২ জুলাই ২০২০, ২২:৩২
দেশের স্বাস্থ্যখাতে সার্বিক অব্যবস্থাপনার সঙ্গে যারাই জড়িত,তাদের সবারই সরে যাওয়া উচিত বলে মনে করছেন বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন।এক্ষেত্রে মন্ত্রণালয়েরও দায় রয়েছে বলে মনে করছেন তিনি। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানালেন স্বাস্থ্য সচিব।অব্যবস্থাপনা দৃশ্যমান হয় দেশে করোনার চিকিৎসা শুরুর পর থেকেই। তবে বরাবরই ব্যবস্থা নেয়ার কথা বলা স্বাস্থ্য মন্ত্রণালয় বিপাকে পড়ে রিজেন্ট, জেকেজির মতো ভয়াবহ জালিয়াতি সামনে চলে আসার পর।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, অরাজকতা রয়েছে দীর্ঘদিন ধরে। এইটা টাস্কফোর্সের মাধ্যমে কিছু করতে পারি কী না, সেটা দেখছি।স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে র্যাব এবং দুদকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্ষের মধ্যে ভুত তাড়ানোর ওপরই জোর তাগিদ তাদের ।