দেশের ১৭টি নদীর ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে পানি। নদ-নদীর পানি বাড়ায় মধ্যঞ্চলে বন্যার আরও অবনতি হয়েছে। এদিকে, উত্তরাঞ্চলসহ অন্যান্য স্থানের পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ।বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা। পাশাপাশি কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীতে বন্যার চরম অবনতি হয়েছে। পানিবন্দী অসহায় দিন কাটাচ্ছে জেলার প্রায় ৪৫ হাজার মানুষ। শহররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।
কেউবা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। রয়েছে ত্রাণ সংকট।এছাড়া নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর ও নেত্রকোনায় পানি কমতে থাকলেও কমেনি দুর্ভোগ। খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এসব এলাকায়।