প্রকাশ: ২১ জুলাই ২০২০, ৩:৩২
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগে'র চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ'র নির্দেশে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে মঙ্গলবার (২১জুলাই) সরাইল উপজেলা আওয়ামী যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
আজ রাত নয়টায় সরাইল উপজেলা আওয়ামী যুবলীগ কমিটি বিলুপ্ত ব্যপারে জানতে চাওয়া হলে ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস সততা নিশ্চিত করে বলেন, হাই কমান্ডের নির্দেশে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে মঙ্গলবার (২১জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরাইল উপজেলা আওয়ামী যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন।