প্রকাশ: ২১ জুলাই ২০২০, ২১:২০
গাজীপুরের কালিয়াকৈরে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ দুইদিনে সন্ধান মিলেনাই । সোমবার দুপুরে উপজেলার চাপাইর বেপারি এলাকায় এঘটনা ঘটেছে। নিখোঁজ শিশু হলো চাপাইর এলাকার হিরো মিয়ার ছেলে রাহিম (৩)। স্থানীয় সূত্র জানায়, শিশু রাহিমের বাবার পুরাতন জুতা বাড়ির পাশে পানিতে ফেলে দেয় তার মা।
ওই জুতা পানিতে ভেসে ছিটকি গাছের ডালের সাথে আটকে দেখে । অবুঝ শিশু তার বাবার জুতা পানিতে ভেসে যাচ্ছে বলে মনে করে জুতা তুলতে গেলে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর পানির স্রোতে ডুবে যায় ওই শিশু টি।পরে দমকল বাহিনী সারাদিন পানিতে ডুবে শিশুকে খোঁজে কিন্তু এখনও কোন খবর মেলেনি।