খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর সভার দশনাম্বার-বটতলী সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কে সৃষ্টি হওয়া ছোট ছোট খানাখন্দগুলো এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন পৌরসভার ১নং ওয়ার্ড সহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। বর্ষামৌসুমে স্কুল-কলেজগামী ছাএ/ছাএীদের অনেক কষ্ট করে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়। দশনাম্বার-বটতলী সড়কটি ছোট বড় গর্তের কারনে কোন যানবাহন চলেনা। আবার কেউ এইরাস্তায় গাড়ি নিয়ে গেলে পড়তে হয় দুর্ঘটনার কবলে তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড সহ মাটিরাঙ্গা সদর ইউনিয়ন এলাকাসহ আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষ দশনাম্বার -বটতলী সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন।মাটিরাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্র শর্তবর্ষী আলুটিলা বটগাছ জেলার আর কোন উপজেলাতে পুরাতন শতবর্ষী বটগাছ নেই তাই পর্যটকরা এখানে শতবর্ষী বটগাছটি দেখতে আসেন যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে দশনাম্বার -বটতলী সড়কটি।
প্রায় ৪ কিলোমিটারের এ সড়কটি দিয়ে এক সময় পর্যটকরা প্রতিদিন শত শত যান বাহন দিয়ে আলুটিলা শতবর্ষী বটগাছটি দেখতে আসতেন। বর্তমানে গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা হওয়ায় দুর্ভোগ ছাড়ছে না এলাকাবাসীর। প্রায় প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অনেক সময় দেখা যায়, সিএনজি, মিনি ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) উল্টে গিয়ে আহত হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে বৃষ্টির দিনে ছোট ছোট গর্তগুলো পানিতে তলিয়ে থাকার কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এলাকাবাসীর অভিযোগ—আশি দশকের রাস্তাটি দীর্ঘদিন যাবত সড়কটিতে সংস্কার কাজ না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ছাত্র মো:ওমর ফারুক জানান, দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।যারফলে যান চলাচলে বিঘ্ন ঘটাতে আমরা পায়ে হেঁটে । কলেজে আসা-যাওয়ার সময় বিড়ম্বনার শিকার হচ্ছি। ’
অটোরিকশাচালক বেলাল জানান, প্রতিদিন তাদের ওই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সড়কে শতাধিক খানাখন্দ থাকার কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তিনি বলেন, ‘অনেক সময় গর্তের মধ্যে সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহতও হয়েছে।’
স্হানীয় বাসিন্দা মো:আবুল কাশেম বলেন,দশনাম্বার-বটতলী সড়কটি আশি দশকের সড়ক সড়কটি এলজিইডি ২৫-৩০বছর আগে এইচবিবি(ফ্লাটসলিং) করেছেন নির্মাণের দীর্ঘদিন হওয়াতে রাস্তার ইটগুলো উঠে যাওয়াতে বর্ষামৌসুমে এলাকার মানুষ চলাচল করতে অসুবিধা হয়।রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে উৎপাদিত কৃষিপন্য সঠিক ভাবে বাজারজাত করতে না পেরে কৃষককে লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা স্কুল কলেজগামী ছাএ/ছাএীরা সহ গর্ভবতী মা বোনদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন,ইতিমধ্যে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি ওয়ার্ডের এইচবিবি(ফ্লাটসলিং)রাস্তা ভেঙ্গে নতুন করে কার্পেটিং রাস্তার কাজ চলছে। মাটিরাঙ্গা পৌরসভার পর্যটনকেন্দ্র আলুটিলা বটতলী শতবর্ষী বটগাছটি দেখতে জেলার বিভিন্ন উপজেলার পর্যটক সহ সময়তলের বিভিন্ন জেলার দর্শনার্থীরা আসেন।কিন্তু গুরুত্বপূর্ন দশনাম্বার -বটতলী সড়কটি এলজিইডির সড়কটির অবস্থা সম্পর্কে আমার জানা আছে।আমরা এলজিইডিতে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করেছি সড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কশন করছি।