খাগড়াছড়িতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে জুলাই ২০২০ ০১:৪৬ অপরাহ্ন
খাগড়াছড়িতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীর মৃত্যু

পাহাড়ী জনপদ পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরে  ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে আহত নিকি বালা ত্রিপুরার (৩৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার  (২০ জুলাই) ভোর রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনশূঙ্খলা বাহিনীর সূএে জানাযায়  রোববার (১৯ জুলাই) রাতে জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরা (৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়। এসময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর হামলায় দেন মোহন ত্রিপুরা (৪০) ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরাসহ (৩৮) তিনজন আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে নিকি বালা ত্রিপুরার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশীদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা, ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরা নামে তিনজনকে আটক করা হয়েছে।তাদের তিনজনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে আসামীদের আদালতে পাঠানোর হয়েছে।