তজুমদ্দিনে কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে জুলাই ২০২০ ০১:৪২ অপরাহ্ন
তজুমদ্দিনে কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন

ভোলার তজুমদ্দিনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি উৎসব ও কৃষি প্রযুক্তি মেলা’র উদ্ভোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তজুমদ্দিনের আয়োজনে সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে কৃষি প্রযু্িক্ত মেলার উদ্ভোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আলম সাজু, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরণ প্রমুখ।