প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ৩:৩১
দুই দফা জানাজা শেষে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইকে দাফন করা হয়েছে।রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।এর আগে, সন্ধ্যা পৌনে ৬টায় বাড়ির উঠানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নেন আবদুল হাইয়ের বড় ভাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান প্রমুখসহ মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং নানা শ্রেণি পেশার মানুষজন। এর আগে রোববার ২টা ১৫ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে আবদুল হাইয়ের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতাল থেকে মিঠামইনে আনা হয়। এরপর তাকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।