প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১:২২
গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধক শাহ সুফি হযরত মৌ আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের ২৭ তম উফাত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
দিবসটিকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের পীরবাড়িতে সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি অনুসরন করে কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, আলোচনা, প্রীতিভুজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়্ওা দেশের বিভিন্ন অঞ্চলের ভক্ত-আশেকানগণ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।