মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।রবিবার( ১৯ জুলাই ২০)ইং সকালে ধনবাড়ী উপজেলা সহকারী ভূমি সাইদা খানম ও ধনবাড়ী উপজেলা আনসার ভিডিপি অফিসার রোকসানা পারভীন ৪০ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ১ টি লেবুর চারা ও ১ টি করে জাম গাছের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী ইলেকটনিক্স এন্ড প্রিন্ড মিডিয়া এসোসিয়েশনের উপ প্রকাশনা সম্পাদক মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, বীরতারা ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা আ: আজিজ ও বানিয়াজান ইউনিয়নের দলনেতা মীর সাখাওয়াত হোসেন ।