প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ২১:১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২ বর্ষের শিক্ষার্থী মনির হোসেন এর মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।১৯ জুলাই রবিবার সকাল ১০.৩০ থেকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কথা বললে তাদের মধ্যে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ ম ব্যাচের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন :মনির একজন নিরীহ ছেলে। তার সাথে বাদী বা বিবাদী পক্ষের কারো সাথে কোনো সংযোগ ছিলো না। সে তৃতীয় পক্ষের লোক এবং ঘটনার দিন সে ঘরেই অবস্থান করছিলো কিন্তু তাকে প্রহসন মুলুক ভাবে আটক করে কোর্টে চালান করে দেওয়া হয়। আমরা আমাদের ভাইয়ের অতি দ্রুত মুক্তি চাই এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।