শরীয়তপুরের নড়িয়া ও জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষার বাঁধ তলিয়ে নড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ড বন্যার পানিতে রাস্তাঘাট,বাড়ি ঘর তলিয়ে গেছে। এতে নড়িয়া পৌরসভার ৪ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি এবং বানভাসী মানুষের খোঁজ খবর নেন। ত্রান সহায়াতার জন্য করা হচ্ছে তালিকা। সরকারিভাবে রবিবার ২৫০ পরিবারকে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী।
নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি বলেন, বন্যার পানিতে নড়িয়া পৌরসভার ৯ টি ওয়ার্ড তলিয়ে গেছে। পৌর এলাকায় বন্যার পানি প্রবেশ শুরুর পর থেকেই এলাকা পরিদর্শন করছি এবং প্রতিনিয়ত বানভাসী মানুষের খোঁজ খবর নিচ্ছি। বন্যায় নড়িয়া পৌরসভার ৪ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। তাদের তালিকা করা হচ্ছে। আজ রবিবার সরকারিভাবে ২৫০ পরিবারকে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। পর্যায়ক্রমে সরকারি এবং আমার ব্যাক্তিগত ভাবে সবাইকে ত্রাণ সহায়তা করা হবে।