করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধ ছোবাহান আলী শুক্রবার রাতে মারা গেছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।অসুস্থ অবস্থায় সোমবার রাতে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশে তাকে ফেলে রেখে যান তারই ছেলে নজরুল ইসলাম। সেখান থেকে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাসের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ছেলে নজরুলকে এমন অমানবিক ও ঘৃণ্য কাজের জন্য বৃহস্পতিবার নাটোরের সিংড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছোবাহান আলীর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তিনি হৃদরোগ ও লিভার সমস্যায়ও ভুগছিলেন। তার সঙ্গে যোগ হয় করোনা উপসর্গ। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। করোনার রিপোর্ট পাওয়ার আগেই শুক্রবার রাতে তিনি মারা যান।