প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ২২:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ দুই হাজার ৬৬ জন। অর্থাৎ দেশে করোনা শনাক্ত হওয়ার ১৩৩তম দিনে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়ালো।এর আগে গত ১৮ জুন ১০৩তম দিনে দেশে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক লাখ ছাড়িয়ে ছিল।
শেষ ৩০ দিনে এক লাখ বেড়ে দেশে দুই লাখ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।