প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ২২:২২
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুর জেলা শহরে রোভার স্কাউট দলের মাইকিং, বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের এর নেতৃত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর উদ্যোগে প্রতিদিনের নেয় সদর উপজেলার রোভার স্কাউটদের ২০ জনের একটি চৌকস দল স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই প্রচারণা চালায় তারা। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেমন গরুর হাট, মার্কেট, শপিংমল হাটবাজারে দাঁড়িয়ে রোভার স্কাউটসরা মানুষদের সচেতন করতে মাইকিং, হাতে হাতে লিফলেট, বিতরণ ও বিনামূল্যে মাস্ক তুলে দেন।
প্রতিদিন দুপুর ১২ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন হাটবাজার, শপিংমল ও পশুর হাটসহ গুরুত্বপূর্ণ স্থানে রোভার স্কাউটের একটি চৌকস দল সচেতনতার লক্ষ্যে কাজ করছেন। দেশের এই ক্লান্তিলগ্নে উপজেলা প্রশাসনের পাশে থেকে মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করায় রোভার স্কাউটস দলের সকলকে ধন্যবাদ জানাই। প্রত্যেকদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।