বর্তমান করোনাকালীন সময়ে ঘরের বাইরে যাওয়া যতটা সম্ভব বিরত থাকতে হবে, আমি আমার মতো শিক্ষার্থীদের কথা বলছি।এমতাবস্থায় দিন ও রাতের সিংহভাগই আমাদের ঘরে বসে কাটাতে হয় যা অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠতে পারে। আর এভাবে কোন কাজকর্ম ছাড়া ঘরে বসে থাকাটা অলস মস্তিষ্কে বিভিন্ন ধরনের দুঃশ্চিন্তা দেখা দিতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যা আপনার অবসরের বিরক্তিকর অবস্থার অবসান ঘটাতেও সাহায্য করবে।
অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশও বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা বিগত বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশের যুগে পদার্পন করেছি। যা আমাদের দৈনন্দিন কাজকর্ম গুলোকে অনেক সহজ করে দিয়েছে। বর্তমানে করোনার এই প্যানডেমিক সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিয়ে নিজের দক্ষতা ও সৃজনশীল প্রতিভাকে সমৃদ্ধ করে নিতে পারেন। বর্তমানে গ্রাম কিংবা শহরের অধিকাংশ মানুষই স্মার্টফোন আছে আর প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার বেড়ে চলেছে। তাই অযথা সময়ের অপব্যবহার না করে সময় এবং সম্পদকে যথাযথ ব্যবহার করাই শ্রেয়। যা আমাদের জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করবে।
নিম্নে কয়েকটি প্রতিষ্ঠান ও ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে যারা স্বল্প ও বিনামূল্যে বিভিন্ন কোর্স ও সেমিনার আয়োজন করছে এই সময়ে।
করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকারকর্তৃক গৃহীত সর্বোৎকৃষ্ট পদক্ষেপের একটি এ অনলাইনভিত্তিক প্লাটফর্ম। এখানে বিভিন্ন বিষয়(যেমন-তথ্যপ্রযুক্তি,শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, সাংবাদিকতা ইত্যাদি) এর উপর কোর্স করতে পারবেন। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। বর্তমানে ৭৬ টি কোর্স চলমান রয়েছে।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্ববৃহৎ অনলাইন কোর্সভিত্তিক প্লাটফর্ম। এখানে ফ্রী রেজিষ্ট্রেশন করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অন্তর্গত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে এবং স্বল্পমূল্যে কোর্স করতে পারবেন।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
উদ্ভিদ গবেষণা প্রচারের জন্য এটি অলাভজনক একটি অনলাইন সংস্থা; যা কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত থেকে পরিচালিত হচ্ছে। প্রধানত কৃষি এবং জেনেটিক ইন্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। যেখানে অংশগ্রহণ করে কৃষি ভিত্তিক নিত্যনতুন উদ্ভাবন সম্পর্কে অবগত হবেন। এখানে বিশ্বের বিভিন্ন দেশ (যেমন-জার্মানী, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ভারত) এর বিজ্ঞানীগণ তাদের উদ্ভাবন সম্পর্কে আলোচনা করেন।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
http://sites.google.com/view/bioingene.home
৪। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট(LEDP):
বাংলাদেশ সরকারকর্তৃক গৃহীত এ প্রজেক্টের মূল লক্ষ্য হলো আইটি/ আইটিইএস আউটসোর্সিং শিল্পে বেকার তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান ও বৈশিক আউটসোর্সিং বিপণন স্থানে কর্মসংস্থান পরিসেবা নিশ্চিত করা। এখানে ৫০ দিনব্যাপী ২০০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হয় বিনামূল্যে।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
http://ledp.ictd.gov.bd/registration
এটিও একটি আন্তর্জাতিক অনলাইন কোর্স ভিত্তিক প্লাটফর্ম। এখানে IBM, WHO, edx, UN, Universe of Cambridge সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের কোর্স বিনামূল্যে সম্পন্ন করতে পারবেন। কোর্স করার প্রমাণস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
www.opportunitiescircle.com
এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ৬৫ টি ফি অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে।
রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
http://online-learning.harvard.edu/catalog/free
"চেষ্টায় সকল অর্জনের মূল;
এই মূলমন্ত্রে নিজেকে এগিয়ে নিয়ে চলুন, সফলতা ধরা দিতে বাধ্য থাকবে।।
লেখক: নূর মোহাম্মাদ ফারুকী সিয়াম,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।