করোনায় মারা গেলেন সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই জুলাই ২০২০ ১০:১২ পূর্বাহ্ন
করোনায় মারা গেলেন সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার।শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।আফজাল হোসেনের ছেলে তানভীর চৌধুরী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আফজাল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।

তানভীর চৌধুরী জানান, গত ২ জুলাই প্রথমবার তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ঢাকার স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই শুক্রবার রাতে তার বাবা মারা যান।