করোনায় মারা গেলেন সাংবাদিক আবদুল্লাহ এম হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৭ই জুলাই ২০২০ ০৯:৩৩ অপরাহ্ন
করোনায় মারা গেলেন সাংবাদিক আবদুল্লাহ এম হাসান

করোনায় সংক্রমিত হয়ে সাংবাদিক আবদুল্লাহ এম হাসান মারা গেছেন (ইন্না... রাজিউন)। তিনি ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল্লাহ এম হাসানের একাধিক সহকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিছুদিন আগে নমুনা পরীক্ষায় এম হাসানের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকাস্থ সাংবাদিকদের নিয়ে গড়া ফেসবুক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ এর তথ্যানুযায়ী, এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে এবং উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৩ জন সাংবাদিক প্রাণ হারালেন। এছাড়াও আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন অন্তত ২৮৬ জন।