প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ২:৩৩
ফেনীর ফুলগাজীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তায় এ ঘটনা ঘটে।সিএনজিতে থাকা বাচ্ছু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফেরার পথে ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হন।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত স্থান থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।