পিরোজপুরের ইন্দুরকানীতে আ.লীগ কর্মি ও ঘাট ইজারাদার আব্দুস সালাম জোমাদ্দার (৬২) হত্যা মামলায় মিরাজ (২১) নামে এক এজাহার ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকা থেকে ইন্দুরকানী থানার এস আই ও ঐ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন। মিরাজ ঐ হত্যা মামলার ৩ নং এজাহার ভুক্ত আসামী। আজ শুক্রবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ এপ্রিল দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন খেয়াঘাট সংলগ্ন প্রধান সড়কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বাবুল জোমাদ্দারের নেতৃত্বে দলবল নিয়ে সালাম জোমাদ্দারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে । এসময় প্রতিপক্ষের হামলায় নিহতের ভাই মিজান জোমাদ্দার (৪৬),
ছেলে আবু বক্কর (৩৮) এবং আলামিন (৩৫) আহত হন। হামলায় গুরুতর আহত সালাম জোমাদ্দারকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় পরে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ঐদিন দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরে নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে ১১ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।