প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ২২:১৬
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মূল পদ্মায় স্রোতের তীব্রতায় ফেরিগুলো কাঁঠালবাড়ী চ্যানেলে প্রবেশ করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে উভয় ঘাটেই সহস্রাধিক পরিবহন আটকা পড়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।জানা গেছে, পদ্মায় পানি বাড়ায় স্রোতের তীব্রতা বেড়েছে।
শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা ফেরিগুলো কাঁঠালবাড়ী প্রবেশের সুরু চ্যানেলে ঢুকতে না পেরে স্রোতের টানে প্রায় ৫/৬ কিলোমিটার ভাটিতে চলে যাচ্ছে।সকালে শিমুলিয়া থেকে একটি কেটাইপ ও একটি রো রো ফেরি কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দিলে চ্যানেলে প্রবেশ করতে পারেনি। তীব্র স্রোত ফেরি দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬ কিলোমিটার দূরে। পরে উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে ফেরিগুলো পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
কিন্তু মূল পদ্মার ওই স্থানে তীব্র স্রোতের পাশাপাশি ঘূর্ণিস্রোত থাকায় ফেরির গতি কমালে স্রোতের টানে ফেরিগুলো ভেসে যায় চ্যানেল থেকে দূরে। শুক্রবার সকালে শিমুলিয়া থেকে আসা রো রো ফেরি শাহ মুখদুম ও কেটাইপ ফেরি ক্যামেলিয়া স্রোতের টানে চ্যানেলে প্রবেশ করতে পারেনি। ফেরি দুটিকে শিমুলিয়া ঘাটে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।