বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রাম থেকে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরেছে মন্টু নামের এক চোর। আটককৃত অতিপরিচিত মন্টু ওরফে মন্টু চোরার বাড়ি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামে। আর ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে। এলাকাবাসী আটককৃত গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছেন।
ঘটনাস্থলে থাকা উজিরপুর মডেল থানার এসআই জাফর ইকবাল জানান, বুধবার মধ্যরাতে কালিহাতা গ্রামের কামাল রাঢ়ির বাড়ি থেকে গরু চুরি করে পালানোর সময় মন্টু নামক একজনকে আটক করে এলাকাবাসী। পরে জনতার হাত থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে গরু চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের ভরসাকাঠী গ্রাম থেকে সোমবার রাতে একটি গরু চুরি হয়। তাই ওই এলাকার মানুষের ধারনা চুরি হওয়া গরু বিষয়ে আটককৃত গরু চোর মন্টু জড়িত থাকতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।