মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো বরিশালের হিজলা উপজেলায়ও বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।হিজলা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৬ জুলাই সকাল ১১ টায়, উপজেলা চত্বরে প্রস্তাবিত ডি,সি ইকোপার্কে বৃক্ষের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উক্ত উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। উপজেলা বন কর্মকর্তা(অঃদাঃ) কাজী সামসুল আলম মেহেন্দিগঞ্জের দায়িত্বে থাকায় এসময় উপস্থিত ছিলেন আরেক বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের এফ,জি মোঃ জাহাঙ্গীর হোসেন সহ উক্ত দপ্তরের অন্যান্য কর্মচারিবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশব্যাপী এক কোটি বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচির আওতায় হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নে ২০ হাজার ৩ শত ২৫ টি বৃক্ষের চারা রোপন করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।