প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১:১৩
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
করোনা পরিস্থিতিতে মোকাবিলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে আইসিইউ না থাকলেও রোগীদের প্রাথমিক পর্যায়ে সংকট মোকাবিলা করার মতো সুযোগ হয়েছে। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে চিকিৎসা সরঞ্জাম বাড়ানোরও আশ্বাস দেন তারা।এর আগে ৩০টি বড় অক্সিজেন সিলিন্ডার, একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং একটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।