ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি গাছ লাগানোর কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী উপজেলার বিভিন্ন দপ্তরের পতিত স্থানে গাছের চারা লাগানোর মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, যুব উন্নয়ন কর্মকতা মো. মিজানুর রহমান, এসএফএনটিসি’র রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন, সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিট কর্মকর্তা মুক্তাদির বিল্লাল বৃক্ষ রোপনে অংশ নেন। উপজেলা বিট কর্মকর্তা মুক্তাদির বিল্লাল জানান, মুজিববর্ষ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় ২০ হাজার ৩ শত ২৫ টি ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।