প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ২১:৩৭
মুজিব শতবর্ষ উপলক্ষে তিনমাস ব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশজুড়ে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ছাত্রলীগের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশে এক হাজার বৃক্ষরোপন এর চারা বিতরন করা হয়।
শেখ সাইফুল সহ-সভাপতি রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ এবং রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন, ছয়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ইসলাম, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।