টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পলিশা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে।বুধবার (১৫জুলাই ) সকাল ৮টায় উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কে পলিশা নামক স্থানে এই মোটর সাইকেল দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার পৌর এলাকার টেপিবাড়ী গ্রামের সিকান্দার হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৫৫)। সে পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ছেলে আহত নিহাত হোসেন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নিহত শফিকুল ইসলাম ও তার ছেলে নিহাত হোসেন মোটর সাইকেল যোগে তাড়াই বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পলিশা গ্রামে আসলে রাস্তার অপর দিক থেকে হঠাৎ একটি কুকুর ছুটে আসে। পরে কুকুরটিকে বাঁচাতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম শফিক মারা যান। আর নিহাত হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।