প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০:২৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাউরিয়াচালা এলাকায় রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে এক হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার হাউরিয়াচালা এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে আ.রাজ্জাক হোসেন(২৮),একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো.খলিল(২০), উপজেলার ভান্নারা গ্রামের সেকেন্দারের ছেলে মো.মোশারফ(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার হাউরিয়াচালা এলাকায় রাজ্জাকের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের বিভিত্তে ওই বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে। পরে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে হাতে-নাতে এক হাজার (১০০০)পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ।
বুধবার দুপুরে মাদক আইন মামলায় তিনজনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশফাঁড়ির (এএসআই)মো.সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে মাদক মামলা আইনে তিনজনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।