প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০:৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী কাউসার আহমেদের স্পন্সরে ‘গুঞ্জন পাঠারের ’ উদ্যোগে আজ দুপুরে নবীনগর টু সুহাতা সাত কিলোমিটার রাস্তা হেটে ৪’শ মাস্ক বিতরণ করা হয়েছে।তাছাড়া উপস্থিত যাদের মুখে মাস্ক ছিল তাদের কে ২ টি করে চকলেট দেওয়া হয়।মাস্ক বিতরণ র্কাযক্রমের উদ্বোধন করেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ বাবু কান্তি কুমার ভট্টাচার্য।
একাত্ম পোষণ করেন সহকারী অধ্যাপক বাবু অঞ্জন কুমার নাগ,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির ফয়সাল,ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,পাঠাগারের উপদেষ্টা এ.কে.এম রাশেদুল ইসলাম।মাস্ক বিতরণ দলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসিবুল হাবিব,
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিশাল বিশ্বাস,ঢাকা সঙ্গিত কলেজের তানসেন ইয়ার হোসেন,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জাহিদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের তৌহিদা,নবীনগর সরকারি কলেজের শুভ,পাঠচক্রের আমিনা ও তানিয়া প্রমুখ।এ ব্যাপারে ‘গুঞ্জন পাঠারের’ প্রতিষ্ঠাতা হাবিুবুর রহমান (স্বপন) ইনিইজ৭১ কে বলেন,মাস্ক শুধু করোনা ভাইরাসের জন্য নয়।মাস্ক ধুলা-বালি থেকে ও রক্ষা করে।তাছারা ‘গুঞ্জণ পাঠাগারের’ উদ্যোগে উপস্থিত যাদের মুখে মাস্ক ছিল তাদের কে ২ টি করে চকলেট দেওয়া হয়।সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত ‘গুঞ্জন পাঠাগারের’ এ উদ্যোগ।