বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ঘাতক ময়ূর-২ লঞ্চের দুইজন ইঞ্জিন ড্রাইভারকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। গ্রেফতাররা হলেন- হচ্ছেন শিপন হাওলাদার ও শাকিল।বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি)খন্দকার ফরিদুল ইসলাম জানান, গ্রেফতার দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।